খুদে বার্তাPosted on January 8, 2025 আমি ভালো নেই- এক খুদে বার্তার প্রতিক্ষায় প্রতিদিন, দিনমান বসে থাকি খুলে সকল জানালা, দরজা, কপাট তবু দেখা নেই, নেই আভাসও তবু বসে আছি সেই বার্তার আশায় বাসায়, ভাসায়, ভাষায়। অস্থির হয়ে যাই- ভয় পাছে যদি পাই। সেপ্টেম্বর ৫, ২০১৯