Today birthday, happy to you.
হইও সুখী কামনাও এই।
হইও তুমি অনেক বড়,
বিশ্বটাকে জয় করো।
তোমারই ঐ সুনামে-
পঞ্চমুখ হোক গানে গানে।
জন্মদিন শুভ হোক!
সুখী হইও তুমি।
তোমার নামে ধন্য হোক-
এই বিশ্ব ধরা ভূমি।
অরুণ–তরুণ, ফুল- ফসলে
জীবন গড়ো নদীর জলে।
মুক্তা তুমি রেখে লুকিয়ে
সাগর – অতল ঝিনুক তলে।
জন্মদিন শুভ হোক!
সুখী হইও তুমি।
তোমার নামে ধন্য হোক-
এই বিশ্ব ধরা ভূমি।
স্বাগতম, শুভেচ্ছা
জানাই মোরা স’বি,
আশীর্বাদও করি তোমায়
হইও লাইক রবি।
জন্মদিন শুভ হোক!
সুখী হইও তুমি।
তোমার নামে ধন্য হোক-
এই বিশ্ব ধরা ভূমি।
-ঝড়ের পাখি