এই ছোট্ট জীবনে কষ্ট পুষে রাখার কোন মানে নেই
সব কিছুই উড়িয়ে দাও বাতাসে
মিশে যাক আকাশে, মেঘে, জোছনায়
জোছনারা যুগ থেকে যুগেই শুধুই ফাঁকিই দেয়
ভালোবাসার আড়ালে জড়ালে মরেছো স্বেচ্ছায়
এ যেন নিজের মৃত্যু বয়ান লেখা নিজের হাতে
পাতে পড়ে থাকা দুটো কাঁচা লঙ্কা আর আধা পেঁয়াজ
মুখে বয়ে বেড়ানো তীব্র গন্ধ আর সাথে তৃপ্তির ঢেকুর।।
কুকুর গুলোই শুধু পাশেই থাকে যতো করুক ঘেউঘেউ
ময়না-শালিক উড়ে যায় যতোই শোনাক মিষ্টি বাণী
বীণায় সুর তুলে ভুলে যাওয়া শোক মদিরার পেয়ালায়
আমি কি আর আমি আছি?
কবেই মিশে গেছি তোমাতে অবলীলায়।।
অবেলায় তাই আর আমার যাওয়া হলো না
নাওয়া, খাওয়াও রইলো পড়ে
কবিতায় লিখে রাখা কান্নার আঁচড়
বুকের গভীরতর গভীরে
পারলে ক্ষমা করে দিও এ কবিরে!
জুন ২৮, ২০২২