তুমি বড়ই দুর্বোধ্য

মাঝে মাঝে হঠাৎ করে তুমি বড়ই দুর্বোধ্য হয়ে ওঠো…
আর আমি হয়ে যাই ক্যাবলা।
তখন বড্ড একা একা লাগে…
মনে হয় আমি দাঁড়িয়ে আছি কোন 
দিগন্ত হীন ফাঁকা মাঠে…
মাথার উপর নীল আকাশটা চারিদিক দিয়ে ঘিরে ধরে…
নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হয়…
বুক টা ধড়ফড় করে…
হৃৎপিণ্ডটা আমাকে ছেড়ে চলে যেতে চায়…
আর আমি হা পিত্ত্যেশ করে মরি…
সত্যি বলছি- তুমি ছাড়া আমি বড় একা……

Recommended Posts