তোমার চোখে আমি

ভেবে দেখ আমার ছাড়া তুমি ভীষণ অচল!
না পাও ভালবাসা, না পাও বল।

কে তোমাকে জ্বালাবে বল? চুল ধরে টান,
হটাৎ করে চেঁচিয়ে উঠে চমকে দেবে প্রাণ।
আমি তোমার টিউব লাইট, ভোলা, বোকা, হাদারাম;
ভাইবা দেখো করে দেই তোমার হাজারো কাম।

ঝড়ের পাখি
০৩-০১-১৪

Recommended Posts