নয়নের জলে তোমার ছবি আঁকবো নয়নাভিরাম,
বনবাসী সীতা তুমি- আমি স্বার্থপর রাম।
বনবাসী সীতা তুমি- আমি স্বার্থপর রাম।
রাবন থেকে বাঁচিয়ে তোমায় আগুনে ফের পোড়াব;
তোমায় পেয়ে ইচ্ছা করে আবার স্বেচ্ছা হারাবো।
রাবনের না হতে দেবো- আমার রানী না বানাবো-
ইচ্ছে মতন ভাঙবো তোমায়- রাগ অভিমান ভুলাবো।
ঝড়ের পাখি
২১-১২-১৪