নিমন্ত্রণ

বসন্তেও ফুল নেই গাছে
বন হয়ে গেছে ন্যাড়া;
তুমি চলে যাও শীতনদ্রিায়-
তোমার সুমধুর গুনগুনও
আজ বড় বিরক্তিকর লাগে।
যদি কক্ষণও আবার বসন্ত
আসে
এই দেশে আমি যেচে
নিমন্ত্রণ জানবো;
হবো মাতোয়ারা দুজনইে।

Recommended Posts