বার বার জ্বালাতন
স্মৃতি গুলো অনুক্ষণ
করে মন উচাটন
হয় না তা বণ্টন।
স্মৃতি গুলো অনুক্ষণ
করে মন উচাটন
হয় না তা বণ্টন।
থাকে শুধু আমারি
ক্যামনে যে কি করি
ভাবনায় যাই মরি
অনলও দহনে পুড়ি।
পাবো না তোমাকে জানি
তবু কেন টানাটানি;
কি এমন পরশমনি?
পরশেই প্রানহানি।
ক্যামনে যে কি করি
ভাবনায় যাই মরি
অনলও দহনে পুড়ি।
পাবো না তোমাকে জানি
তবু কেন টানাটানি;
কি এমন পরশমনি?
পরশেই প্রানহানি।
ঝড়ের পাখি
১৭-১১-১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।