প্রতিদান

ভালবেসে ভালবেসে যাও…
বিনিময়ে ভালবাসা পাবে।

আজ হোক বা কাল
যাক কেটে যাক সাল,
যুগ থেকে যুগান্তরে।
ভালবাসা পাবে
তুমি একদিন
হটাৎ করে…।

-ঝড়ের পাখি
oI-ao-ad

Recommended Posts