তুই চাইলেই আমি যাই ভুলে
আমার সকল সীমাবদ্ধতা
পাড়ি দেই উত্তাল সমুদ্র তোকে সাথে নিয়ে
জয় করি আমার সকল অজেয় মাইলফলক।।
তোর স্পর্শে আমি প্রাণ ফিরে পাই
গেয়ে উঠি সুরেলা গান বেসুরা কণ্ঠে
তোর আবদারে নিই কিনে ভোগ্য জঞ্জাল।
আলিঙ্গন করি কন্টকাকীর্ণ ক্যকটাস।।
যদি ব্যথা পাস উঠিস কেঁদে
জানবি আছি পাশে- শাসনে-আদরে
তুই শুধু হেসে খেলে তুই হয়ে ওঠ
আমি ভালোবেসে চুমে দেবো ঠোঁট।।
১১/৩/২১