আমি তোর জন্য বাঁচি
আর নিজের জন্য রচি
কবিতা, অ-কবিতা, না-কবিতা
আমার সোনামনি ছোট্ট বেবিটা।।
চোখের কাজল ঠোঁটের দুষ্টু হাসি
অভিনয় আর অভিমান বড্ড ভালোবাসি
আদায় করা ভালোবেসে অন্যায় আবদার
তুই যে আমার ছোট্ট ঘরের মস্ত দফাদার।।
তোকে দেখে দেখি আমার শৈশব প্রতিচ্ছবি
তুই যে আমার সুখ দুখের জিয়ন-মরণ চাবি
সকাল দেখি সন্ধ্যা দেখি কান্না-হাসি মেখে
কেমনে ভালো থাকি তোকে ঘর-বন্দি রেখে।।
০৬/০৭/২০২১
শিকদার পাড়া, কক্সবাজার