হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে……
তুমি আর আমাকে আগের মত ভালবাসো না!
তুমি হটাৎ করে এমন কৃপণ হয়ে গেলে কেন?
ভালবাসার মাঝে এত দাড়ি, কমা, পূর্ণচ্ছেদ
কেন?
কেন?
কেন তুমি এত হিসেবি হলে?
আমাকে ভালবাসতে শিখিয়ে-
তুমি আজ নিশ্চুপ কেন?
এখন আর গভীর রাতে ফোনটা বাজে না;
শুনিনা তোমার কণ্ঠস্বর; কিংবা আবেগী
অভিমান।
অভিমান।
তুমি আর আগের মত চপলিনী নেই-
ধীর, শান্ত এক গভীর পুস্কনি।
তুমি কেমন জানি নিজেকে গুটিয়ে নিচ্ছ-
লাজ্জাবতীর বিষণ্ণ লাতার মতো।
চুপ! কথা বল না।
আমি তোমাকে ভালবাসবো, ভালবাসতে ইচ্ছা
হচ্ছে।
হচ্ছে।
আমাকে তো আর আদর করো না!
না কি ভালবাস না?
-ঝড়ের
পাখি
পাখি
BH-OG-OG