যেদিন বন্ধু চলে যাবো–
রেখে যাবো স্মৃতি কিছু পিছু;
যেদিন আমি হারিয়ে যাবো–
দূর অজানার ঠিকনাতে-
কোথাও খুঁজে পাবে না’তো তুমি,
রেখে যাবো স্মৃতি কিছু পিছু;
যেদিন আমি হারিয়ে যাবো–
দূর অজানার ঠিকনাতে-
কোথাও খুঁজে পাবে না’তো তুমি,
খুঁজবে তুমি আমাকে যে–
দুষ্ট চোখে থাকবে চেয়ে,
আমার এই পথ পানেতে।
খুঁজবে তুমি আমায় প্রিয়
তোমারই ঐ মনের মাঝে
পিছু স্মৃতি দেবে ব্যাথা তোমাকে।
দুষ্ট চোখে থাকবে চেয়ে,
আমার এই পথ পানেতে।
খুঁজবে তুমি আমায় প্রিয়
তোমারই ঐ মনের মাঝে
পিছু স্মৃতি দেবে ব্যাথা তোমাকে।
ভুলতে যাবে তুমি মোরে
কাদবে তুমি অশ্রুহারা কঠিন আঁখিতে-
নিশিত রাতে স্বপ্ন দেখে
জাগবে হটাৎ চমকে!
আমার স্মৃতি পড়বে মনে
উঠবে ও বুক ছমকে।
কন্ঠ ছিড়ে আসবে তখন কান্না।।
কাদবে তুমি অশ্রুহারা কঠিন আঁখিতে-
নিশিত রাতে স্বপ্ন দেখে
জাগবে হটাৎ চমকে!
আমার স্মৃতি পড়বে মনে
উঠবে ও বুক ছমকে।
কন্ঠ ছিড়ে আসবে তখন কান্না।।
ঝড়ের পাখি
১৮-১২-০০
১৮-১২-০০