বৃষ্টি পড়ে টাপুর- টুপুর
ঝম-ঝমা-ঝম-ঝম।
বৃষ্টি পড়ে কোথাও বেশি
কোথাও বা কম।
বৃষ্টি ঝরে সকাল-সাঝে
সময়ের নেই ঠিক।
বৃষ্টি যেন ঘড়ির কাটা-
টিক, টিক, টিক, টিক।।
বৃষ্টি যেন ঝর্ণা ধারা
অঝর ধারে ঝরে।
আকাশের ঐ কষ্ট গুলো
কান্না হয়ে ঝরে।
বৃষ্টি ঝরে ছন্দের তালে
টাপুর টুপুর টিপ।
কোথায় কখন বৃষ্টি হবে
নেই তার কোন ঠিক।
বৃষ্টি ঝরে গাছের পাতায়,
ফসল ভরা মাঠে।
বৃষ্টি পড়ে নদ-নদীতে
এবং পথে ঘাটে,
বৃষ্টি পড়ে সব খানেতে
শহর কি বা গায়ে;
বৃষ্টি পড়ে সামনে-পিছন
ডানে এবং বায়ে।
বৃষ্টি যখন ঝরে তখন
পুলক জাগে মনে।
বৃষ্টি হলো রবের রহম-
ঝরে খুশির আগমনে।