পৃথিবী বড্ড বেরসিক
রস-কস বোঝে না।
যা চাই তা মেলে না
মেলালেও বুঝি না।
খুঁজি ফিরি ভিন্ন কিছু
অন্য কোথাও অন্য কাউকে।
বন্য হয়েও সভ্য সাজি
অপছন্দে নিম রাজি।
আর কি করবেন বলে
বেঁচে থাকার মাঝেই বিজ্ঞতা।
কবি আর কবিতা আজ সন্ধ
অন্ধ হয়ে যাই মনে হচ্ছে।
নেই সেখানে একটি নতুন
করে উড়তে শেখার মানে।
যে পাখি আসে যায় সেই
একই অনুভূতি প্রকাশ করা।
সেপ্টেম্বর ১, ২০২৩