ভালবাসতে চাই

অল্প আলোয়
আলতো করে
অল্প করে মাখবো
হাত ইশারায়
চোখের ভাষায়
মিষ্টি করে মাখবো
রাতের মাঝে
দিনের কাজে
তোমাকে পাশে চাই
ভাল বাসি
ভালবেসে
ভালবাসতে চাই

Recommended Posts