চাঁদ তোমার স্নিগ্ধতায়
আর মুগ্ধ হই না;
তোমার আলোতে হৃদয়
আলোকিত হয় না;
আর মুগ্ধ হই না;
তোমার আলোতে হৃদয়
আলোকিত হয় না;
কিংবা তোমার প্রতিফলনে
মন হয় না আন্দোলিত।
কিংবা মনের অন্ধকার
দূর হয় না।
আমি বৃথা বসে থাকি
তোমার পানে চেয়ে-
আর চোখ টা বুজে আসে
ক্লান্তি কিংবা বিরক্তিতে।