মৃত্যু আলিঙ্গনে জন্ম আমার এই পৃথিবীর তরে
মৃত্যু গুনেই পার করিলাম জন্ম সমান তালে
অস্থিরতায় সাঙ্গ হলো ফুলসজ্জার রাত
সময়গুলো অসময়েই শেষ রইলো পরে বাত
পথ ফুরালো, রথ ফুরালো ছাড়লো রাহী হাত
মরবো বলেই প্রেমের গরল পান করিবার সাধ।।
হেলথ এন্ড হোপ, ঢাকা, জুন ২৮, ২০২২