মেকিং

নোংরা যখন ভাল জিনিস;
মিছে কেন মুক্তা খুঁজিস?
গায়ে নোংরা মেখে নে।
মেকি যখন সব কিছুই-
আসলি খুঁজে পাবি না তুই।
মেকিং করে নে।

তেল যখন মারছে সবাই
চাপা ই যখন সাফল্য ভাই-
জলদি শিখে নে।
ইমোশনাল, ঘাড় ব্যাকা,
নন প্রোফেশনাল- খাবি বকা।
মনে না নিস- তবু মেনে নে।

ঝড়ের পাখি
১৪/১১/১৪
ভাড়া কুটির, মানিকগঞ্জ।

Recommended Posts