জীবনের ৩৮ টি বসন্ত শেষ।
বাংলাদেশের গড় আয়ুষ্কাল অনুযায়ী জীবনের অর্ধেক শেষ।
ছোট বেলা থেকে ভিন্ন কেউ হতে চেয়েছিলাম-
কিন্তু সময়ের সাথে সাথে খুবই সাধারণ কেউ হয়ে যাচ্ছি। রুটি আর রুজির পিছনে ছুটতে ছুটতে এই পৃথিবীতে কোন ইমপ্যাক্ট রেখে যেতে পারছি না সেটাই সবচেয়ে বড় আক্ষেপ।
সময় খুব দ্রুতই ফুড়িয়ে যাচ্ছে। জীবনের সূর্যও মধ্যগগন থেকে হেলে পড়েছে পশ্চিমে কিছূটা।
জানি না নতুন করে আর কোন কিছু শুরু করা হবে কি না? নাকি এ ভাবে ক্ষয়ে যাওয়া রোলিং স্টোনের মতো- মিলিয়ে যাবো একসময় বালু কণায়। উড়ে বেড়াবো বাতাসে, আকাশে আত্মা হয়ে।
একজন সাধারণ মানুষ হওয়া অনেক বেশি কষ্টের- হিরো কিংবা ভগবান হওয়ার চেয়ে। কারণ একই অঙ্গে ধারণ করতে হয় রাম আর রাবণের বৈশিষ্ট্য। আমিও ভিন্ন কেও নই- অতি নগণ্য।
তাই আমি অধিকাংশের কাছে যেমন রাবণ তেমনই কিছু মানুষের কাছে রামও। আমি যার কাছে যাই হোক না কেন- তাতেই খুশি। কক্ষনো মেকি হয়ে নতুন করে নিজের ব্যক্তিত্ব নির্মাণ করতে আসবো না। শুধু চেষ্টা করে যাবো শুধু মনে রেখে আমায়-
রাম অথবা রাবণে।
ভালোবাসা সবসময়
সেপ্টেম্বর ১২, ২০২৩