সৌন্দর্য হরণ

কাল এক
সুন্দরীকে দেখলাম-
শুধু
সুন্দরী নয়; অবশ্যই রূপসী।
গোধুলীর
ম্লান সৌর রশ্মি যখন
মেঘের
সাথে মিলে এক মোহময় বর্ণের সৃষ্টি করে-
গায়ের
বর্ণটি তদ্রূপ।
দেখা
মাত্র দৃষ্টি গেল আটকে!
উগ্র
সেন্টের- সুগন্ধে মন
হয়ে ওঠে
মাতোয়ারা।
মরিয়া
হয়ে ওঠে মন।
জাগে
দিদৃক্ষা।
পৃথিবীতে
কত না সুন্দরী
আছে চারিপাশে।
কিন্তু
সবাই কি শুধু চাঁদ হয়ে থাকবে?
তাকিয়ে
দেখতে দেখতে
ঘাড় হয়ে
যাবে ব্যাথা
চোখে
ধরবে জ্বালা।
কেন? কেন
ঐ চন্দ্রমুখীদের
ছুঁতে
পাবো না? কেন
থাকবে না
তারা মোর
সমান্তরালে?
কেন শুধু
দিবা স্বপ্ন
দেখে
দেখে মনটাকে
আর কত
দিন আন্দোলিত
করবো? আর
কত দিন
বেহায়ার
মত শুধু
করবো
সৌন্দর্য হরণ।

সুন্দরী অপ্সরীটাতো
আমার হাত
ধরে চলতে
পারতো।
পাড়ি
দিতে পারতো
শত
দুর্গম, কঙ্কটাকীর্ণ
পথ। হতে
পারতো
আমার
সহযাত্রী, সহজোগী।
না, না,
তা কক্ষনোই হবে না,
তা হবার
নয়!
কেননা,
আমি তো ইঁদুর কপালী।
শুধু
দীর্ঘশ্বাস, হতাশা।
দুঃখের
সাগরের অথৈ
জলে খেতে
হবে শুধুই
হাবুডুবু।
       ঝড়ের পাখি

BO-AB-OD

Recommended Posts