স্বার্থপর

নিজেকে নিজের কাছে সঁপে দেখুন
কতটা নির্ভার থাকবেন
নিজেকে নিজের সামনে দাঁড় করান
দেখবেন কতটা সুন্দর
নিজের প্রাপ্তি আর অর্জনগুলোর একটি তালিকা করুন
কতকিছুই করছেন জীবনে
নিজের হারিয়ে যাওয়া বন্ধুগুলোকে খুঁজুন
দেখবেন পেয়ে যাবেন এক বিশাল গুপ্তধন
নিজেকে ভালোবাসতে শুরু করুন
পেয়ে যাবেন শ্রেষ্ঠ ভালোবাসা
আত্মবিশ্বাস, আত্মপ্রেম আর আত্ম মহিমায়
হয়ে উঠুন স্বার্থপর।।
জুবা, সাউথ সুদান, আগস্ট ২৮, ২০২৩

Recommended Posts