স্বার্থপর

ছড়িয়ে দেবো ভালবাসা দূরের ঐ আকাশে।
করবো রোমাঞ্চ নিত্য প্রহর নাম না জানা বাতাসে।

বাধ্য হবো বাসতে ভাল আমি আমার নিজেকে।
ভাববো না আর বললো কে কী- সামনে কী বা পিছনে?

আমার আবার আমি হবো নিজের প্রেমে মুগ্ধ।
উঠবো জেগে করবো আবার সব কিছুতেই যুদ্ধ।

ধর্ষণের পর আমি নই তুমিই ধর্ষিত।
ইভ টিজিংও জেনো তুমি তোমার পরেই বর্ষিত।

-ঝড়ের পাখি
২৯-১০-১৪

Recommended Posts