স্যাডিস্ট

ইহা কি আমার কথা?
আমি কি যে চাই নিজেই জানি না,
নিজেকে নিজের ভিতর খুজে পাই না।
হতাশ নই; ক্লান্ত কিংবা সন্তুষ্টিতেও নই তুষ্ট।
কিংবা পরিবেশ বা সঙ্গ দোষে নই দুষ্ট।

তবুও পারি না; ওঠেনা তৃপ্তির ঢেকুর।
বা হয়ে যাচ্ছি ঘর কুনো মেকুর।
কিংবা আমি নই সেই পাত্র,
ভাব নিয়ে ঘুরি যত্র তত্র।
তাই তো আমি ভাবিস্ট কিংবা স্যাডিস্ট।

(অবশেষে চরণ গুলোর একটা নাম পাইলাম)

Recommended Posts