
আমি কক্ষনো কোন চিঠি পাইনি-
কোন খোলা ডাকে, পোস্ট কার্ডে!
নামে কিবা বেনামে।
বুঝিনি চিঠির কি ঘ্রাণ, স্বাদ – বিস্বাদ
বুঝিনি আকুতি,
দিয়েছো কি অব্যাহতি!
সত্যি বলছি- আমি পাইনি কোন আমন্ত্রণ-
নিমন্ত্রণ কিংবা অভিবাদন!
ক্যামনে আসি বলো ঐ কুঞ্জপথে।
আমি মেঠোপথ, বুনো ফুল
ছন্নছাড়া, করি হাজার ভুল!
সেপ্টেম্বর ৫, ২০১৯



