
আমার সামর্থ্য খুবই স্বল্প
তুমি প্রত্যাশা করো অল্প।
তুমি যাহা ভাবো মোরে
ক্ষুদ্র আমি তারো চেয়ে।
তোমার চাওয়ার
পারদ
পারদআমার কাছে যেন গারদ।
নুয়ে যাই সে ভারে
ডুবে যাই বালুচরে।
লুকাই মুখ তোমার আড়াল
ফোন, ম্যাসেজ আরো গরল।
আমি আমার মতো থাকতে চাই
নুন পেয়াজের হিসাব না চাই।
তুমি শুধু ক্ষমা করো
ভালবাসি মনে রেখো
দূরত্ব কমাই নি টান
ছিলে, আছো এখনো প্রাণ।




