অর্ধাংগ-

আমি ততটা খারাপ যতোটা না ভালো
আমি ততটাই মিথ্যা ঠিক যতটা সত্য
আবার যতোটুকু দোষ আছে ঠিক সমপরিমাণ গুণ
যতোটা ভুল করেছি জীবনে ঠিক ততটাই করেছি সঠিক
আমার মাঝে সৃষ্টিকর্তা দোষ-গুণ, ভালো-খারাপ সবকিছুর সমন্বয়ে তৈরি করেছেন
আমাকে যদি ভালোবাসো- তাহলে আমার গুণগুলোর সাথে সাথে
আমার দোষগুলোকেই কেউ নিতে হবে
যদি আমার দোষকে অবহেলা করো তাহলে আমাকে আর পাবে না
দোষগুলো ছাড়া আমি স্থবির এক পাথুরে মুর্তি
সেটা নিয়ে যদি খুশি থাকো তাহলে ভালোই।
আমাকে যদি কিছু বদলাতে চাও বদলাবো
তবে তুমি আমাকে আর সেই আগের আমাকে পাবে না
আমি বদলে এক নতুন আমিতে পরিণত হবো
জানি না সেই সেই নতুন আমির মাঝে
তোমার সেই ভালোলাগার আমাকে পাবে কিনা?
আবার যে বিষয়গুলো তোমাকে আকর্ষিত করতো
সেগুলো আর নাইবা থাকতে পারে আমার মাঝে
কেননা আমার দোষ গুলো সংশোধন করতে করতে
আমার গুণগুলোও যে কখন হারিয়ে গিয়েছে
আমার মত তুমিও বুঝতে পারবে না
তখন আবার যেন আমাকে দোষ দিওনা
আক্ষেপ করে বলো না
“তুমি আর আগের মত নেই
অনেকখানি বদলে গেছো”
আমি যে তোমার কারণেই বদলে গেছি
তোমার অপছন্দের অভ্যাস গুলো বিদায় করে দিয়েছি জীবন থেকে
কিন্তু আমার অজান্তেই সাবলীল অভ্যাসগুলোও বিদায় নিয়েছে-
আমি এখন মিথ্যা বলি, ভিন্ন পথে চলি
চাল-তেল-নুন আর খুচরো পয়সার হিসাব রাখি
শুধু তোমার চোখের নিচের কালি, কপালের বিরক্তির ভাঁজের হিসাব রাখি না।
চাঁদ-জোসনা সবই দেখি, দেখি নতুন পোশাক গয়না
তোমার আহ্লাদীপনা, আভিমান আর প্রাণে সয় না।
অভিনয় ভালোই শিখেছি-
রাগ হলে আর রাগি না
কান্না পেলে কাঁদি না
হাসি মুখে গুপ্ত রাগে
খুন করে ফের কাশি না।
আমাকে যদি পছন্দ করো-
আমাকে যদি ভালোবাসো-
আমাকে যদি কাছে টানো-
তবে আমার সৌন্দর্যতার সাথে সাথে কদর্যতাকেও
জানতে হবে, মানতে হবে- মনে নিতে হবে।
তবেই আমার সম্পুর্ণ আমাকে পাবে
নতুবা আমি অসম্পূর্ণ, …… অর্ধাংগ-
February 7, 2021

Recommended Posts