ভাল লাগে তোমাকে
তোমার চোখের মৃদু পলক
ঠোঁটের ভীরু কাঁপন।
ভাল লাগে
বৃষ্টিতে ভেজা
চোখের পাপড়ি।
তোমার চোখের মৃদু পলক
ঠোঁটের ভীরু কাঁপন।
ভাল লাগে
বৃষ্টিতে ভেজা
চোখের পাপড়ি।
ভাল লাগে
নাকের উপর
বিন্দু বিন্দু ঘাম।
ভাল লাগে গোলাপী চিক
ভালো লাগে কালো চুল;
চুলের গন্ধ-
ভাল লাগে
কপালে দাপাদাপি
করা উড়ো চুল।
ভাল লাগে
তোমার ছোঁয়া
স্পর্শ মৃদু মন্দ।
ভাল লাগে তোমার সানিধ্য;
তোমার পাশে বসে
দুষ্টামি করতে।
তাই তোমাকে ভাল বাসি
ভাল লাগে
তোমাকেই ভাল বাসতে।
– ঝড়ের পাখি
AC-OI-OF