তোকে মনে পড়ে বললে ভুল হবে
তোকে ভুলতে পারি নাই সেটা মন বলে
তুই ফোনের ওপারে খিলখিলিই উঠলেই
নেচে ওঠে মন, আন্দোলিত হয় হৃদস্পন্দন।
তুই ডাকলেই ছুটে যেতে চায় পরিযায়ী পাখি হয়ে
তুই চাইলেই সৈকতে ছড়িয়ে দেবো মুক্তা বালুতে
তালুতে তুলে নেবো কৈলাস পর্বত হনুমান হয়ে
সঞ্জীবনী বটি জমিয়ে রাখি সিন্ধুকে তোর অমরত্বে।
তুই শেকড় আমার ঝড়ে টিকে থাকার প্রেরণা
পিছুটান ছুটে চলায় টেনে ধরা মায়াময় লাগাম
হতে চাই তোর রথ, পথ, গৎ ভাঙা সারথি
ছায়া হবো রোদে; চল যাই ছাদে-ঝাঁপ দেই ফাঁদে।
আর কিছু চাই না, কুড়িয়ে ছড়ানো তোর আবদার
স্বেচ্ছায় বরণ করা তোর দাসত্বের বেড়ি
হোক গলার মালা, হাতের বালা, চোখের কাজল
তুই বুঝি আমারই প্রতিচ্ছবি, ছাঁচে গড়া আমার আদল।।
…….
৩০/০৩/২০২১
কলাতলি, কক্সবাজার