উড়নচণ্ডী

তুমি এমন অন্ধের মতো ভালোবাসো বলেই
আমি এমনই উড়নচণ্ডী স্বভাবে
ঘর দোর ভুলে হয়ে যাই সন্ন্যাসী তোমার প্রেমে
এ এক অন্য দ্বান্দ্বিকতায় ভুগি নিত্য আমি
তোমাকে ভালোবেসে হয়ে যেতে চাই বন্য
পরিচিতির মাঝে অপরিচয় আমি এক অন্য।।
এই আমাকে আমিই তো চিনি না
প্রতিদিন প্রেমে পড়ি, নতুন ভোরে নতুন আমি
দিনের প্রতিটি প্রহরের মতো বদলাই প্রতিটি ক্ষণে
আমি তাই আমাকেই সঁপে দিয়েছি সময়ের হাতে
সময়ই আমাকে নিয়ে যাবে তোমার কাছে
জীর্ণ,শীর্ণ, শূন্য হাতে মুসাফির-মিসকিন বেশে
তুমিই আমার মরূদ্যান – মিটাও তৃষ্ণা আর ক্লান্তি
হাজারো ক্রোশ পাড়ি দেয়া এক পথভ্রষ্ট যাযাবর।।
তোমাকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে গেছি
মরুভূমির মরীচিকায়
আলোকবর্তিকা কখন যে আলেয়া হয়ে গেছে
বুঝতে বুঝতে পার হয়ে গেছে এক আলোকবর্ষ
তবুও যেন পথ ভুলে আছি সেই আগের অবস্থানে
তোমার প্রত্যাশায়- যেমনটা রেখে গিয়েছিলে
এ যেন থমকে যাওয়া এ পৃথিবী -মিরাজের রাত
তোমার দিদারে পাড়ি দেয়া- সাতাশ বছর।।
বান্দরবান, মার্চ ১৩, ২০২২

অসভ্য নাগরিক

এই সভ্য দেশে ভালোবাসার দোষে
আমি এক অসভ্য নাগরিক
জঞ্জালে খুঁজে ফিরি অঞ্জলি
মেঙে নিই গালি খালি খালি
শুষে নিয়ে এক নদী জল
করি কোলাহল পিয়ে বোতল জল।
বুঝি নাকো কি হারিয়েছি
কিবা আছে সঞ্চয়?
কক্সবাজার,  মার্চ ১২, ২০২২

ব্যর্থ কবি

যদি কোন দিন ভুল করে ফের উড়ে যাই আকাশে
খুঁজবে কি কভু আমায় গন্ধ মাখা বাতাসে?
আলেয়ায় ফের কাভি উঁকি দেয় মোর প্রতিচ্ছবি
জেনে নিও মরি নাই- এভাবেই হারাবে এ ব্যর্থ কবি।
জুবা, সাউথ সুদান, মার্চ ০৪, ২০২৫

অভিশাপ

অভিশাপ দাও!
তোমার অভিশাপে ধ্বংস হয়ে যাক সকল পুরুষ
এ পৃথিবী থেকে চিরতরে- মিয়ে যাক তাদের নাম আর অস্তিত্ব।
পুরুষ কখনোই শোধরাবার নয়-
যদি পুরুষত্বই না থাকে – তাহলে পুরুষ হবে কেমনে
পুরুষ মানেই শোষক, নিষ্পেষণকারী আর ধর্ষক!
কখনো চিন্তায় কিংবা কল্পনায় – স্বমেহনের উপজীব্য।
তাই পুরুষ কখনোই ভালো হবে না।
পুরুষ মানেই সুযোগ সন্ধানী – পটেনশিয়াল রেপিস্ট।
সে ধর্ষণ করে- আড্ডায়, চটিতে কিংবা নীল ছবিতে।
ধর্ষণ মানেই পুরুষের কাছে – এডভেঞ্চার
কতৃর্ত্ব জাহির করার হাতিয়ার- দূর্বলের প্রতি।
তাইতো ধর্ষিত হয়- শিশু, বালক, বৃদ্ধ – দূর্বলতম নারী।
নিজের স্ত্রীকেও ধর্ষণ করতে ছাড়ে না।
ধর্ষণ করে ভগিনী, ভাগিনা, ভাতিজি- মোড়ের পাগলীকেও
ঘরের গৃহকর্মী, অফিসের সহকর্মী – বিশ্বস্ত বান্ধবীকেও।
পুরুষ তাই কভু মানুষ ভাবে না তোমাকে হে নারী!
পুরুষ মানে না – দেশ, কাল, স্থান, পাত্র, ধর্মের বালাই
ধনী-গরীব; সাদা-কালো; শিশু- বয়ষ্ক; কোন কিছুই বাঁধা নয়
শুধু চাই- নরম মাংসপিণ্ডের এক টুকরো যোনি!
হে আছিয়া! তুমি তাই শুধু অভিশাপ দাও!
তোমার অভিশাপে মুছে যাক সকল পুরুষ –
সাথে মিলে যাই- আমিও!
আমিও যে এক পুরুষ! ধর্ষক!
তবেই বুঝি নিরাপদ বেড়ে উঠবে
আমার একমাত্র কণ্যা!
জুবা, সাউথ সুদান, মার্চ ০৮, ২০২৫।

ছাই

মরে গেছি হায় – তোমার ঐ চাহনিতে
ভালোবেসে হায়- চলো যাই হারিয়ে
হাতে-হাত, চোখে চোখ রেখে
হবো বিলীন মায়াবী জোছনায়।
প্রেমে খুব করে নিঃস্ব হবো
এক চিলতে সুখের আশায়
কবিতায় বেঁচে রবো আজীবন
জ্বলে পুড়ে হবো ছাই।
জুবা, সাউথ সুদান, মার্চ ০৯, ২০২

আদল

তোকে মনে পড়ে বললে ভুল হবে
তোকে ভুলতে পারি নাই সেটা মন বলে
তুই ফোনের ওপারে খিলখিলিই উঠলেই
নেচে ওঠে মন, আন্দোলিত হয় হৃদস্পন্দন।
তুই ডাকলেই ছুটে যেতে চায় পরিযায়ী পাখি হয়ে
তুই চাইলেই সৈকতে ছড়িয়ে দেবো মুক্তা বালুতে
তালুতে তুলে নেবো কৈলাস পর্বত হনুমান হয়ে
সঞ্জীবনী বটি জমিয়ে রাখি সিন্ধুকে তোর অমরত্বে।
তুই শেকড় আমার ঝড়ে টিকে থাকার প্রেরণা
পিছুটান ছুটে চলায় টেনে ধরা মায়াময় লাগাম
হতে চাই তোর রথ, পথ, গৎ ভাঙা সারথি
ছায়া হবো রোদে; চল যাই ছাদে-ঝাঁপ দেই ফাঁদে।
আর কিছু চাই না, কুড়িয়ে ছড়ানো তোর আবদার
স্বেচ্ছায় বরণ করা তোর দাসত্বের বেড়ি
হোক গলার মালা, হাতের বালা, চোখের কাজল
তুই বুঝি আমারই প্রতিচ্ছবি, ছাঁচে গড়া আমার আদল।।
…….
৩০/০৩/২০২১
কলাতলি, কক্সবাজার

অহর্নিশ

তোমার রাগে অনুরাগে
বাঁচি আমি অহর্নিশ
আমার অস্তিত্ব তোমার
অভিমানে অনুযোগে
আমি তো মিয়িয়ে যাবো
তোমার অবহেলায়
তোমার অস্থিরতায়
সকল অহংকার জমানো
মনের সিন্ধুকে বদ্ধ
তোমার স্মৃতিকে জড়িয়ে
ভালোবসি তোমায়
দিনশেষে সত্য
এটুকুই জেনো অবশেষ।।
 আজংটক, সাউথ সুদান, জুন ১, ২০২৩

অঽং

এ অস্তিত্ব, এ অঽং
মিশে যাবে মৃত্যুতে-
তবে দেরি কিসে?
মিশে যাক হেথা
এই বেলায়, ঝুম বৃষ্টিতে
ধুয়ে যাক সব পাপ
পলি মাটি হয়ে
ফলাক ফসল
কৃষকের পঙকিল হাতে।
কক্সবাজার,  জুন ১৭, ২০২২

আবোল তাবোল

এই পৃথিবী অনেক বড়
ইচ্ছে মতোন সাজতে পারো
সাজার সমান মিলবে সাজা
এক ছিলেম মিলবে গাঁজা?
সুখটানে যাবো ভুলে কষ্ট শত
রক্ত জমাট বুকের কাঁপন
থমকে গেলেই সমাপ্তি হায়
কিসের হিসাব গোলমেলে সব।
রবের তরে সিজদাহ দিলেই
কবিতা সব উৎসর্গ তবে
খেরোখাতায় হিজিবিজি
আবোল তাবোল লিখছে কবি।
জুন ১৯, ২০২২

স্বপ্ন বেঁচো

তোমরা যারা স্বপ্ন বেঁচো
হাজার ঘরে, বাজার দরে
বলতে পারো কেমন তরো ভাও?
বুকের ক্ষত লুকিয়ে রেখে
আয়েশ করে মধু মাসে
আম-মুড়ি মাখিয়ে খাও?
কক্সবাজার, জুন ২৫, ২০২৩