প্রিয়ম-০৬

ওর জন্য বেঁচে থাকা
ওর জন্যই সব।
ওর জন্য সন্ন্যাসী আমি
হয়েছি বৈষ্ণব।
ক্লান্ত আমি হই না এখন
দেখলে অভিমান;
নিমিষেই সব উবে যায়
সাজানো- গোছানো প্ল্যান।
ঢাকা, জুলাই ২৯, ২০১৮

আজন্ম যাযাবর

তোমার অস্তিত্বে মিশিয়ে দেবো মদিরা
নেশাতুর হয়ে ফিরবে চতুর্দিক
খুঁজে মরবে আমায় তোমার স্মৃতিতে
আগুনমুখো পতঙ্গের ন্যায় পুড়ে মরবে বিরহে-
কিছু চাওয়া না পাওয়ায় থাক
সবকিছু পাওয়া হলে মূল্যহীন আমিও
কেন বলো এমনতরো ভালোবাসা
সুখের চেয়ে পাল্লাভারী দুখের।
আমি তো আজন্ম যাযাবর
শেকড় গজে না উর্বরতম ভূমিতেও
ভেসে চলি তালহীন ছন্দহীন অজানা গন্তব্যে
মনে রেখো কান্নায় ভেঙ্গে পড়ার মূহুর্তেও
দূরে কোথাও চেয়ে আছি
বেঁচে আছি একই অনুভূতি নিয়ে
স্মরে আমাদের পথচলার খেয়ালে
বেখেয়ালে হাজির হবো তোমার দরজায়—-
জুবা, সাউথ সুদান, আগস্ট ১৯, ২০২৩

স্বার্থপর

নিজেকে নিজের কাছে সঁপে দেখুন
কতটা নির্ভার থাকবেন
নিজেকে নিজের সামনে দাঁড় করান
দেখবেন কতটা সুন্দর
নিজের প্রাপ্তি আর অর্জনগুলোর একটি তালিকা করুন
কতকিছুই করছেন জীবনে
নিজের হারিয়ে যাওয়া বন্ধুগুলোকে খুঁজুন
দেখবেন পেয়ে যাবেন এক বিশাল গুপ্তধন
নিজেকে ভালোবাসতে শুরু করুন
পেয়ে যাবেন শ্রেষ্ঠ ভালোবাসা
আত্মবিশ্বাস, আত্মপ্রেম আর আত্ম মহিমায়
হয়ে উঠুন স্বার্থপর।।
জুবা, সাউথ সুদান, আগস্ট ২৮, ২০২৩

কেউ নেই

মনে রেখো, জেনে রাখো

একদিন মরে যাবো

উড়ে যাবো আকাশে

বিশ্বাসে, নিঃশ্বাসে

কেউ নেই

বুক খানি ফাঁকা সে।।

 

জুবা, সাউথ সুদান, আগস্ট ২৮, ২০২৩

বেরসিক পৃথিবী

পৃথিবী বড্ড বেরসিক
রস-কস বোঝে না।
যা চাই তা মেলে না
মেলালেও বুঝি না।
খুঁজি ফিরি ভিন্ন কিছু
অন্য কোথাও অন্য কাউকে।
বন্য হয়েও সভ্য সাজি
অপছন্দে নিম রাজি।
আর কি করবেন বলে
বেঁচে থাকার মাঝেই বিজ্ঞতা।
কবি আর কবিতা আজ সন্ধ
অন্ধ হয়ে যাই মনে হচ্ছে।
নেই সেখানে একটি নতুন
করে উড়তে শেখার মানে।
যে পাখি আসে যায় সেই
একই অনুভূতি প্রকাশ করা।
সেপ্টেম্বর ১, ২০২৩

খুদে বার্তা

আমি ভালো নেই-
এক খুদে বার্তার প্রতিক্ষায়
প্রতিদিন, দিনমান বসে থাকি
খুলে সকল জানালা, দরজা, কপাট
তবু দেখা নেই, নেই আভাসও
তবু বসে আছি সেই বার্তার আশায়
বাসায়, ভাসায়, ভাষায়।
অস্থির হয়ে যাই-
ভয় পাছে যদি পাই।
সেপ্টেম্বর ৫, ২০১৯

অফার লেটার

আমি কক্ষনো কোন চিঠি পাইনি-
কোন খোলা ডাকে, পোস্ট কার্ডে!
নামে কিবা বেনামে।
বুঝিনি চিঠির কি ঘ্রাণ, স্বাদ – বিস্বাদ
বুঝিনি আকুতি,
দিয়েছো কি অব্যাহতি!
সত্যি বলছি- আমি পাইনি কোন আমন্ত্রণ-
নিমন্ত্রণ কিংবা অভিবাদন!
ক্যামনে আসি বলো ঐ কুঞ্জপথে।
আমি মেঠোপথ, বুনো ফুল
ছন্নছাড়া, করি হাজার ভুল!
সেপ্টেম্বর ৫, ২০১৯

একলা পুরুষ

আমি তোমার একলা পুরুষ
একলা থাকার সুখে
একলা একাই রইবো বেঁচে
একলা মরার শোকে
একা একাই এঁকে চলা
সাদা খাতার পাতায়
জমছে ধুলো সবুজ পাতায়
হচ্ছে ধূসর রঙ
রঙ মেখে আজ সঙ সেজেছি
লুকিয়ে বুকের ক্ষত
হাসছি দেখো কারণ ছাড়াই
লুকিয়ে কান্না অবিরত।।
ডিসেম্বর ১৮, ২০২২

বেঁচে থাকা

তুমি জানো মৃত্যু কাকে বলে?

তোমায় ছেড়ে দূরে থাকা

সে যে তারই নামান্তর।

 

দুঃখে, সুখে হাতে হাত রেখে

পাশাপাশি যুদ্ধ করার নামই বেঁচে থাকা।

 

নাইরোবি, ডিসেম্বর ২৬, ২০২৩

একাকীত্ব

আজকাল বড্ড একাকিত্বে ভুগছি

নিজের সাথে সময় কাটানো ভুলে গেছি

এক সময় বড্ড অহংকার হতো- স্বমেহনের

কিছুই ভালো লাগে না একা একা

নিজেকে অসামাজিক ভাবা বন্ধ করতে হবে

 

নাইরোবি, ডিসেম্বর ২৭, ২০২৩